কেন্দুয়া প্রতিনিধি : বিএনপি জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সান্দিকোনা ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের সাথে মঙ্গলবার ওই সমাবেশে যোগ দেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সান্দিকোনা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য রফিকুল ইসলাম বাবলু। সমাবেশ শেষ করে সন্ধ্যার পর কর্মসূচির পর্যালোচনা সভায় অংশ নেন তিনি। সান্দিকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের দীর্ঘ দিনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আজিজুল ইসলামের সাহিতপুর বাজারের রাজনৈতিক কার্যালয়ে বসে সভার কাজ শেষ করেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  কামরুজ্জামান কাজল জানান সভার কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন বাবলু মেম্বার কিন্তু সভা থেকে বের হয়ে সাহিতপুর বাজারেই তিনি স্ট্রোক করেন। জরুরি অবস্থায় তাঁকে উদ্ধার করে নেওয়া হয় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে। কর্তব্যরত চিকিৎসক বাবলুর অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানোর পরামর্শ দেন। 

পরিবার ও রাজনৈতিক দলের সদস্যরা জানান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পরেন। বুধবার সান্দিকোনা ইউনিয়নের টিপ্রা গ্রামে তার মরদেহ আনা হলে এক শোকের ছায়া নেমে আসে। উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যানাজায় অংশ গ্রহণ করেন।

সান্দিকোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আজিজুল ইসলাম রফিকুল ইসলাম বাবলুর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক বাবলু মেম্বার। তাঁর মৃত্যুতে আওয়ামীলীগ ও ইউনিয়ন পরিষদ যেমন হারিয়েছি একজন বলিষ্ঠ কর্মীকে তেমনি তার পরিবারের সদস্যরা তাঁকে হারিয়ে বিশাল শূন্যতায় পরেছেন।

(এসবি/এসপি/নভেম্বর ০২, ২০২৩)