কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : ইসলামী ধর্ম সভায় নারী উত্যক্তের প্রতিবাদ করায় বখাটে ও উশৃঙ্খল একদল যুবক বেধড়ক মারপিট করে প্রতিবাদকারী যুবক সাকিব মিয়াকে (২৫)। এর ফলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পরেন সাকিব।

এ ঘটনাটি ঘটছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গনডা ইউনিয়নের মনকান্দা গ্রামে। গত ২৩ অক্টোবর রাতে মনকান্দা গ্রামে একটি ইসলামী ধর্মসভা বসে। ধর্মসভা চলাকালীন ও সভা থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন নারীকে উত্যক্ত করছিল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর গ্রামের ইমরান, সানি, সপন, শাহীন, আনোয়ার হোসেন মুন্নাসহ অগ্যাতনামা ২-৩ জন যুবক। এসময় মনকান্দা গ্রামের যুবক আজিজুল ইসলামও উত্যক্তকারীদের সাথে ছিল। কিন্তু এ ঘটনা দেখে মনকান্দা পূর্বপাড়া গ্রামের শান্তু মিয়ার ছেলে সাকিব জাহান প্রতিবাদ করেন। সাকিবের প্রতিবাদে ওই যুবকরা ক্ষিপ্ত হয়ে মনকান্দা গ্রামের হাফিজ খার বসতবাড়ীর পাশে সাকিব কে বেধড়ক মারপিট করে। পরে সাকিবকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে দিন দিনই সাকিবের শারিরীক অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। অবশেষে ০২ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায় মৃত্যুর কোলে ঢলে পরেন সাকিব। সাকিবকে বেধড়ক মারপিটের ঘটনায় গত ২৭ অক্টোবর বখাটেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। সাকিবের বাবা শান্তু মিয়া বাদী হয়ে ইমরান, সানি, সপন, শাহীন, আনোয়ার হোসেন মুন্নাসহ অগ্যাতনামা ২-৩ জন যুবকের বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেছিলেন। কিন্তু পুলিশ ওই মামলায় কাউকেই গ্রেফতার করতে পারেনি। বৃহস্পতিবার সাকিবের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে পরিবার ও স্বজনরা কান্নায় ভেঙ্গে পরেন এলাকায় নেমে আসে শোকের ছায়া। গনডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ শহিদুল ইসলাম আকন্দ কল্যানের ভাষা নারী উত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে আহত যুবক সাকিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কেন্দুয়া থানার পুলিশের উপ-পরিদর্শক এসআই রোকন উদ্দিন বলেন ইসলামী ধর্মসভায় নারী উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেরা হামলা চালায় প্রতিবাদী যুবকের উপর এ কথায় শোনা যাচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় প্রতিবাদী যুবক সাকিব। আমরা এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের জোর চেষ্টা চালাচ্ছি।

মামলার বাদী ও নিহত যুবকের বাবা শান্তু মিয়া বলেন আমার একমাত্র ছেলে সাকিব নারী উত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ দিয়েছে। আমি হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

(এসবিএস/এএস/নভেম্বর ০২, ২০২৩)