বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে ৫২-তম জাতীয় সমবায় দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। 

আজ শনিবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালি টি প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়।'"সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ড.আবু আব্দুল্লাহেল কাফী।

উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী 'র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার পরিদর্শক (তদন্ত) মুন্সী মোঃ রাসেল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া, সমবায় সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোঃ ফরিদ আহম্মেদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শারমিন আক্তার রুপালী প্রমূখ।

অনুষ্ঠানাটি সঞ্চালনায় করেন বালিদিয়া ইউনিয়নের বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ তৈহিদুল ইসলাম ইমরুল। এসময় বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/নভেম্বর ০৪, ২০২৩)