সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির ৫ নেতাকে সিলেটে পৌর বিএনপি’র সভাপতির বাসা থেকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। আজ রবিবার রাত সাড়ে ৩টায় সিলেট থেকে ভৈরব থানা পুলিশের একটি টিম তাদের গ্রেপ্তার করে ভৈরব নিয়ে আসেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন, ভৈরব পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি’র সভাপতি হাজী শাহিন, সাধারণ সম্পাদক সাবেক ভিপি মুজিবুর রহমান, পৌর ৮নং ওয়ার্ড সাবেক বিএনপি’র সভাপতি জিল্লুর রহমান, উপজেলা যুবদল সভাপতি দেলোয়ার হোসেন সুজন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আল মামুন। ককটেল বিস্ফোরণ ও বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচীতে নৈরাজ্য ও নাশকতা সৃষ্টির অপরাধে বিএনপি’র এই ৫ জন নেতাকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম।

তিনি জানান, ভৈরবে সন্ত্রাসী নৈরাজ্যের সাথে তারা জড়িত রয়েছে। যে কোন ধরণের অপরাধ দমনের জন্য ভৈরব থানা পুলিশ তৎপর রয়েছে।

(এসএস/এসপি/নভেম্বর ০৫, ২০২৩)