স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে জীবনযুদ্ধে হেরে গেলেন বিপ্লবী রাণী জোয়ারদার। রবিবার দিবাগত রাত ১টা ২৫ মিনিটের দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিপ্লবী রাণী জোয়ারদার যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের স্ত্রী ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) অতিরিক্ত পরিচালক ছিলেন।

তিনি মনিরামপুরের সন্তান। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। এর আগে ভারতের মুম্বাইয়ে ও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি দুটি ছেলে সন্তান রেখে গেছেন। তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে সকল শ্রেণি পেশার মানুষ পোস্ট লিখে স্মৃতিচারণসহ শেষ শ্রদ্ধা জানান।

সোমবার সকালে তার মৃতদেহ ঢাকের সরি মন্দিরে নিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। নেত্রকোণায় স্বামীর বাড়িতে তার শেষ সৎকার করা হবে বলে জানা গেছে।

এদিকে বিপ্লবী রাণী জোয়ারদারের মৃত্যুতে যশোর জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানো হয়েছে।

(এসএমএ/এএস/নভেম্বর ০৬, ২০২৩)