মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : দ্বিতীয় দফা দেশব্যাপী বিএনপির ডাকা সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথম দিনে মৌলভবিাজারে পিকেটিং ও বিক্ষোভসহ ঝটিকা কর্মসূচি পালন করলেও দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচিতে রাজপথে দেখা যাচ্ছেনা দলটির নেতাকর্মীদের। অনেকটা মাঠ ছাড়া।

সোমবার (৬ নভেম্বর) শহরের বিভিন্ন সড়ক ঘুরে ও দলের নেতাদের সাথে কথা বলে জানা যায় অবরোধ কর্মসূচির এমন চিত্র। তবে শহরের গুরুত্বপূর্ণ দুটি স্পটে অবরোধ বিরোধী সমাবেশ আর অবস্থানের মাধ্যমে রাজপথে বেশ সক্রিয় দেখা গেছে আওয়ামীলীগের নেতাকর্মীদের।

আগের দিন রোববার শহরের অদূরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতার কারণে সল্প সময়ে ঝটিকা কর্মসূচি পালন করতে দেখা যায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের। তবে সোমবার অবরোধের দ্বিতীয় দিনে রাজপথে দেখা গেছে তাঁর উল্টো চিত্র। কোথাও দেখা নেই দলের নেতাকর্মীদের।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর হয়রানীর কারণেই দলের নেতাকর্মীরা কর্মসূচি পালন করতে পারছেন না।

এদিকে বিএনপির ডাকা অবরোধে শহরের সবকটি সড়কেই যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। নিরাপদে শহরে ঢুকছে পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন। তবে সড়কে দেখা নেই দূরপাল্লার বাস।

জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন জানান, পুলিশি ভয়ে অবরোধ কর্মসূতি মাঠ ছাড়া নেতাকর্মীরা। করণীয় নির্ধারনে বৈঠকে বসে সিদ্ধান্ত নেবেন তারা।

(একে/এসপি/নভেম্বর ০৬, ২০২৩)