নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার সীমান্তে বিএসএফের গুলিতে এবার ভারতীয় এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় উপজেলার বামনপাড়া সীমান্ত এলাকার ২৪৫ নং মেইন পিলারের ১১ ও ১২ সাব পিলারের মধ্যবর্তী স্থান নো ম্যান্স ল্যান্ড থেকে প্রায় ২শ’গজ ভারত ভূখণ্ডের রাকসেদুল নামক গ্রামের কাছে। ভারতের ছত্রহাটি বিএসএফ ৮২ ক্যাম্পের জোয়ানরা ঘটনাটি ঘটিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোরে ভারতের বেশ কিছু গরু ব্যবসায়ী সীমান্তে এসে তাদের গরু বাংলাদেশী গরু ব্যবসায়ীদের হাতে দিতে এলে ছত্রহাটি ক্যাম্পের টহলরত জোয়ানরা তদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ভারতীয় গরু ব্যবসায়ী আশরাফুল ইসলাম (৩৫) ঘটনাস্থল ভারত ভূখণ্ডেই নিহত হয়।

গুলির শব্দ শুনে তৎক্ষনাত বামনপাড়া বিজিবি জোয়ানরাও সতর্কাবস্থা গ্রহণ করে, যাতে রাতের অন্ধকারে বিএসএফ সদস্যরা নিহত ব্যক্তিকে বাংলাদেশ ভূখণ্ডে ফেলে দিতে না পারে। নিহত আশরাফুল ভারতের দক্ষিন দিনাজপুর জেলার তপন থানার খড়মডাঙ্গা গ্রামের ইউসুফ আলীর পুত্র বলে জানা গেছে। এ বিষয়ে বামনপাড়া বিজিবি ক্যাম্প-কমান্ডার হাবিলদার জিল্লুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।

(বিএম/এএস/নভেম্বর ০৬, ২০১৪)