সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলাকে গ্রীন সিটি তৈরির ঘোষণা দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। তিনি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত আইন শৃংখলা ও মাদক নিয়ন্ত্রণ কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্যের এক পর্যায়ে এ ঘোষণা দেন।

এসময় তিনি আরো বলেন, মাদকের ভয়াল নেশা থেকে এ প্রজন্মের তরুণদের বাঁচাতে হবে সেজন্য পুলিশ প্রশাসন ও পরিবারের অভিভাবকদের সতর্ক ভূমিকা পালন করতে হবে। এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ, অবৈধ অস্ত্রধারী, চোর, ডাকাত, ছিনতাইকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাছাড়া আইন শৃংখলা কমিটির সভায় দেয়াল লিখন সম্পর্কে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা,আইন শৃংখলা ও মাদক নিয়ন্ত্রণ কমিটির সভাপতি সালমা খাতুনের সভাপতিত্বে এসময় সভায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট রবীন্দ্র গবেষক সাবেক অধ্যক্ষ ড: আশরাফুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ. ম্যাব মহাসচিব পৌর চেয়ারম্যান শামিম আল রাজি, ভাইস চেয়ারম্যান শামিম হোসেন, সহকারী কমিশনার ভূমি জাহিদুল ইসলাম,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লতিফ মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন,উপজেলা ভিডিপি অফিসার মুসফেকুন্নবী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা আঞ্জুমানয়ারা, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শ্রী বিশ্বনাথ দাস কাশিনাথ সহ সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তা, ১২টি ইউনিয়নের চেয়ারম্যান ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


এরপর প্রতিমন্ত্রী উপজেলা কৃষি অধিদফতরের আয়োজনে ইঁদুর নিধন কর্মসূচির উদ্বোধন করেন।

(এমএমআর/এএস/নভেম্বর ০৬, ২০১৪)