সিংড়া (নাটোর) প্রতিনিধি : ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ খাতে উৎপাদন বৃদ্ধি হয়েছে। প্রতিটি মুহুর্ত প্রতিটি সেকেন্ড বাংলাদেশের প্রতিটি ঘর আলোকিত করতে কাজ করছে বর্তমান সরকার। আগামী ২০২১ সাল নাগাদ বাংলাদেশে কোন বিদ্যুৎবিহীন ঘর খুঁজে পাওয়া যাবে না। তিনি বুধবার দিনব্যাপী নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের ৪টি গ্রামে নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ আয়োজিত ৩৭৫টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে বিভিন্ন দল থেকে প্রায় ৩ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।


নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর দেওয়া তথ্য মতে, চামারী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ০.৪১৬ কিলোমিটারে ৪ লাখ ১৬ হাজার টাকা ব্যয়ে ২৯টি, সোনাপুর গ্রামে ১.২২১ কিলোমিটারে ১২ লাখ ২১ হাজার টাকা ব্যয়ে ৮২টি, গোটিয়া গ্রামে ৩.৩০৬ কিলোমিটারে ৩৩ লাখ ৬ হাজার টাকা ব্যয়ে ১৮৬টি ও মহিষমারী গ্রামে ০.৮৩৩ কিলোমিটারে ৮ লাখ ৩৩ হাজার টাকা ব্যয়ে ৭৮টি পরিবার নতুন এই বিদ্যুৎ সংযোগের আওতায় আসে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সরদার, পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক,জিএম মেজর জেনারেল ইকবাল হায়দার, ডিজিএম জাকির হোসেন, নাটোর পবিস-১ সিংড়া এলাকা পরিচালক আবদুল ওয়াদুদ স্বপনসহ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

(এমএমআর/এএস/নভেম্বর ০৬, ২০১৪)