নিউজ ডেস্ক : স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার স্বামী-স্ত্রীর সম্পর্কে ফাটল ধরাচ্ছে। এতে স্বামী-স্ত্রীর সম্পর্কের ঘনিষ্ঠতা কমে যাচ্ছে। ফলে সংসারেও ফাটল ধরছে। যা একপর্যায়ে রূপ নিচ্ছে ভাঙনে।

সম্প্রতি গবেষকরা এ তথ্য দিয়েছে। গবেষকদের দাবি, এখন স্বামী বা স্ত্রী অথবা উভয়ই মাঝরাত পর্যন্ত স্মার্টফোনে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ব্যস্ত থাকেন। এতে দম্পতির মধ্যেকার সত্যিকারের রোমান্স বিষয়টিই হারিয়ে যেতে বসেছে।

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ২৪ হাজার ইউরোপিয়ান দম্পতিকে নিয়ে গবেষণাটি করেছেন। গবেষণায় তারা সামাজিক যোগাযোগ সাইটের ব্যবহার ও বৈবাহিক জীবনের তুষ্টির মধ্যে সরাসরি সম্পর্কের বিষয়টি খুঁজে পেয়েছেন।

তারা জানিয়েছেন, স্মার্টফোনের বেশি ব্যবহারের কারণে স্বামী-স্ত্রীর পরস্পরের কাছ থেকে চাওয়া-পাওয়ার বিষয়টি অধিক গুরুত্ব পাচ্ছে না।

(ওএস/এটিআর/নভেম্বর ০৬, ২০১৪)