বরগুনা জেলা প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানের প্রত্যয়ে বিশেষ বর্ধিত সভার আয়োজন করেছে বরগুনা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। সেই সাথে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনায় নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে সংগঠনটির নেতাকর্মীরা।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় ফার্মেসী পট্টি সড়কস্থ বরগুনা জেলা আওয়ামিলীগ কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনায় নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনা অনুসরণ করে জেলা আওয়ামিলীগের সাথে একযোগে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগসহ পৌর ও ইউনিয়ন কমিটির সকল নেতাকর্মীর প্রতি আহবান জানান বক্তারা। এছাড়াও সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সকল ইউনিটকে দ্রুত পূনঃগঠন পূর্বক সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি আরো শক্তিশালী করার নির্দেশনা প্রদান করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এছাড়াও বরগুনার সাধারণ মানুষকে শান্তিতে রাখতে বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাস প্রতিরোধে সংগঠনের সকল নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখারও নির্দেশনা প্রদান করা হয়।

সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম কিবরিয়া সাবু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বি মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুরাদ হোসাইন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইমুল ইসলাম রাব্বি। এছাড়াও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাগর কর্মকার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদর উপজেলার ১০টি ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ পদ প্রত্যাশী নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

(এএস/এসপি/নভেম্বর ১০, ২০২৩)