নওগাঁ  প্রতিনিধি : বৃহস্পতিবার শ্রী কৃষ্ণের রাসযাত্রা উৎসব উপলক্ষে নওগাঁর পত্নীতলা উপজেলা চকপাড়া ব্যাংকুড়ি রাধা-গোবিন্দ মন্দির প্রাঙ্গনে ৩২ প্রহরব্যাপী রাধা-কৃষ্ণের লীলা কীর্তন ও নাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে।

ভারত ও বাংলাদেশের স্বনামধন্য কীর্তনীয়া দল এখানে কীর্তন পরিবেশন করছেন। ভারতের কলকাতার শ্রী বলরাম গোস্বামী, ২৪ পরগনার শ্রী কর্ণধর পণ্ডিত, নবদ্বীপের শ্রীমতি রাইগঞ্জনা কৃষ্ণ (প্রতিমা মণ্ডল) ও বাংলাদেশের সাতক্ষীরার নির্মল চন্দ্র মণ্ডল লীলা কীর্তন পরিবেশন করছেন। আগামী শনিবার কুঞ্জভঙ্গ, শ্রীশ্রী মহাপ্রভুর ভোগ নিবেদন অন্তে প্রসাদ বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হবে বলে মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী খরগেশ্বর চন্দ্র বর্মন জানিয়েছেন।

(বিএম/এএস/নভেম্বর ০৬, ২০১৪)