বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে ভান্ডারবাড়ি ইউনিয়নে সরকারি রাস্তা থেকে অবৈধভাবে ৭৪টি গাছ কর্তনের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ তথ্য নিশ্চিত করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভান্ডারবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে নারায়নপুর রাস্তার দুই পাশ দিয়ে প্রায় ২০০ ইউক্যালিপটাস গাছ লাগানো হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে প্রায় ১৫ বছর আগে গাছ গুলো লাগানো হয়েছিল।

বুধবার দুপুর থেকে ভান্ডারবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শ্রমিক দিয়ে রাস্তার এক পাশ থেকে কাছ কাটতে থাকেন। তার লোকজন সন্ধ্যা নাগাদ ৭৪টি গাছ কর্তন করে স্থানীয় এক কাঠ ব্যবসায়ীর নিকট ২লাখ টাকায় বিক্রি করেন। তবে এই গাছ কর্তনের জন্য সরকারি কোন অনুমতি নেওয়া হয়নি। এ বিষয়ে ভান্ডারবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেছারুল ইসলাম পান্না বলেন, সরকারি রাস্তার পাশে আমার জমির সীমানায় কাঠ গাছ গুলো লাগিয়েছিলাম। এখন সেই গাছ কাটা হচ্ছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে আপাতত গাছ কাটা স্থগিত করা হয়েছে।

ভান্ডারবাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আতিকুল করিম আপেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি রাস্তার পাশ দিয়ে গাছগুলো রোপন করা হয়েছিল। বর্তমানে ওই গাছগুলো বিক্রির উপযুক্ত হওয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান অবৈধ ভাবে ৭৪টি গাছ কর্তন করেন। পরে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দিয়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ভান্ডারবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শ্রমিক দিয়ে রাস্তার পাশ থেকে অবৈধ ভাবে গাছ কাটতে থাকেন। সংবাদ পেয়ে সেখানে ভূমি অফিসের সার্ভেয়ারকে পাঠিয়ে গাছের কাটা অংশ জব্দ করা হয়েছে। জমির সীমানা নির্ধারনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(এএসবি/এএস/নভেম্বর ০৬, ২০১৪)