সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : তত্ত্বাবধায়ক সরকার শুধু পাকিস্তানীরাই সমর্থন করে। তাই বিএনপি জামায়াতকে পাকিস্তানে গিয়ে নির্বাচন করতে বলেন। শেখ হাসিনার অধিনেই সুষ্ঠু নির্বাচন হবে। আগামী সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচন করতে শেখ হাসিনা অঙ্গীকারবদ্ধ। 

আজ সোমবার কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কালিপুর হক মিয়ার বাড়ির মাঠে এক নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথাগুলো বলেন, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব মো. নাজমুল হাসান পাপন।

মতবিনিময় সভায় কালিপুর ১১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি নাজমুল হাসান পাপন আরো বলেন, জ্বালাও পোড়াও রাজনীতি আওয়ামী লীগ সমর্থন করে না। কিন্তু বার বার শেখ হাসিনাসহ দলের নেতাকর্মীদের উপর আক্রমণ চালালে আওয়ামী লীগ আর বসে থাকবে না। এবার নির্বাচনে ফয়সালা হবে হয় দেশ বিরোধী চক্রান্তকারীরা থাকবে না হয় জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ থাকবে। এখন থেকে আর ছাড় নয়। সারাদেশে জ্বালাও পোড়াও করে আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই। বঙ্গবন্ধু পাকিস্তানীদেরই ভয় পায়নি। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ভয় পাওয়ার নেত্রী নয়। এ সময় আগামী সংসদ নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে ভোটারগণ যাতে উপস্থিত থাকেন তার জন্য ভৈরব-কুলিয়ারচরে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও প্রতিটি ইউনিয়নে নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি নিতে আহবান জানান নাজমুল হাসান পাপন।

পৌর ১১নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাব্বীর আহম্মেদ সোহাগ মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, প্রয়াত রাষ্ট্রপতির একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, কিশোরগঞ্জ জেলা পরিষদ সাবেক প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা মো. সোলায়মান, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা আওয়ামী লীগ নির্বাহী সদস্য হাজী হক মিয়া প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কাজ অব্যাহত রাখতে ও তার হাতকে শক্তিশালী করতে নাজমুল হাসান পাপনকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান। এছাড়া দুপুর আড়াইটায় ভৈরব মৎস আড়ত ও বিকাল চারটায় পৌর শহরের কমলপুর ৪নং ওয়ার্ডে মতবিনিময় সভায় যোগদান করেন।
মতবিনিময় সভায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(এসএস/এসপি/নভেম্বর ১৩, ২০২৩)