স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি জুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত সাড়ে নয়টায় নাসিক ৮ নং ওয়ার্ডের গোদনাইল ধনকুন্ডা মদিনাবাগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে ৩ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

খোঁজ নিয়ে জানা যায়, নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার ছোট ভাই রবিনের মালিকানাধীন জুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

এদিকে নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা জানান, জুটের এই গোড়াউনটি আমার এবং আমার ছোট ভাই রবিনের যৌথ ব্যবসা। এই গোডাউনটি তে কোন বিদ্যুতের সংযোগ নেই। তাই শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনাও নাই। গত তিন মাস আগে এই গোডাউনটি তৈরি করেছি শুধুমাত্র জুট মজুদ রাখার জন্য। শত্রুতা বসত এই গোডাউনটিতে আগুন লাগানো হয়েছে বলে দাবী কাউন্সিলরের। অগ্নিকান্ডে প্রায় দেড় কোটি টাকার জুট পুড়ে গেছে বলে দাবি করেন তিনি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারি উপ-পরিচালক ফখরউদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আদমজি ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের ১টি ইউনিট ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।

(এস/এসপি/নভেম্বর ১৪, ২০২৩)