বগুড়া প্রতিনিধি : বগুড়ায় পুলিশের উপর ককটেল হামলার ঘটনায় জামায়াত শিবিরের ৯০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বগুড়া শহর জামায়াতের সেক্রেটারী মাজেদুর রহমান জুয়েল, শহর শিবির সভাপতি আলাউদ্দিন সোহেলসহ ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০/৬০ কে মামলার আসামী করা হয়েছে।

বগুড়া সদর থানার এস আই শামীম বাদী হয়ে বুধবার রাতে বিষ্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মামলা করেন। মামলায় বলা হয়েছে, জামায়াতের ডাকা হরতাল চলাকালে বুধবার সকাল ১১টায় বগুড়া শহরের ইয়াকুবিয়া স্কুল মোড়ে ডিউটিরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে জামায়াত শিবির কর্মীরা ২টি ককটেল বিস্ফোরণ ঘটায়।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) নূর এ আলম সিদ্দিকি জানান, বুধবার রাতে জামায়াত শিবিরের নেতাকর্মীদের নামে মামলা দায়ের হয়েছে। এ মামলায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

(এএসিব/এটিআর/নভেম্বর ০৬, ২০১৪)