স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরের অভয়নগরে ঘূর্ণিঝড় মিধিলি'র বৈরিতা উপেক্ষা করে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। ঘূর্ণিঝড় মিধিলি'র প্রভাবে সারাদেশে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতে হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর সতর্কবাস্থা জারি করছে। এমন বৈরী আবহাওয়া উপেক্ষা করে নওয়াপাড়া পৌরসভা এই নৌকা বাইচের আয়োজন করে।

আজ শুক্রবার দুপুরে ভৈরব নদে এই নৌকা বাইচ করা হয়। এবার ১২তম আসরে খুলনার কয়রা, দিঘলিয়া, তেরখাদা, মাগুরা, গোপালগঞ্জের মুকসুদপুর ও টুঙ্গীপাড়া থেকে মোট ৮টি বাইচের নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় ফেরীঘাট এলাকায় পুরস্কার বিতরণী মঞ্চ থেকে প্রথম স্থান অর্জনকারী খুলনা জেলার কয়রার সুন্দরবন টাইগার, দ্বিতীয় স্থান অর্জনকারী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার জয় মা কালী ও তৃতীয় স্থান অর্জনকারী মাগুরা টাইগারসহ অংশগ্রহনকারী সকল নৌকাবাইচ দলের হাতে নগদ অর্থ ও পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া নদীবন্দরের উপ-পরিচালক মাসুদ পারভেজ, অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ, আফিল গ্রুপের পরিচালক মাহাবুব আলম লাভলু।

নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস বলেন, ‘গ্রামবাংলার প্রাচীন ঐহিত্যকে বাঁচিয়ে রাখা ও সাধারণ মানুষের মাঝে কিছুটা হলেও বিনোদনের ব্যবস্থা করে দিতে প্রতিবছর নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তবে বৈরি আবহাওয়ায় নৌকা বাইচের আয়োজন করাতে ভিন্নমত প্রকাশ করেছে অনেকেই।

(এসএ/এসপি/নভেম্বর ১৭, ২০২৩)