কলাপাড়া প্রতিনিধি : সমুদ্রে মাছ শিকারে সাগরে প্লাস্টিক ও ছেড়া জাল না ফেলার অঙ্গীকার করে পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব মৎস্য দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ১০টায় কলাপাড়ার আলিপুর মৎস্য বন্দর সভা কক্ষে সামুদ্রিক মৎস গবেষণা সংস্থা ইকোফিস-২ এই দিবসটির আয়োজন করে।

পটুয়াখালী ইকোফিস-২’র সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি সমুদ্র প্লাস্টিক ও ছেড়া জাল ফেলায় ক্ষতিকর দিক তুলে ধরেন। সমুদ্রে ছেড়া জাল ফেলায় সামুদ্রিক কচ্ছপ, ডলফিন মারা যাচ্ছে বলে উল্লেখ করেন। একই সাথে নিষিদ্ধ জল ব্যবহার বন্ধে নৌ-বাহিনী ও কোষ্টগার্ড সদস্যদের আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় কলাপাড়া উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা আশিকুর রহমান,কুয়াকাটা নৌ পুলিশের এসআই তাপস কুমার সরকার, নিজামপুর কোষ্টগার্ড স্টেশনের কর্পোরাল হুমায়ুন কবিরসহ সমুদ্রগামী জেলে, মৎস্য ব্যবসায়ী ও ব্লুগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

(এমকে/এসপি/নভেম্বর ২১, ২০২৩)