মাগুরা প্রতিনিধি : গাজায় ইসরাইলের হামলা এবং বাংলাদেশে রাজনীতির নামে সাধারণ মানুষকে হত্যার প্রতিবাদে মাগুরায় প্রদীপ প্রজ্জ্বালন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা নোমানী ময়দান শহীদ স্মৃতিস্তম্ভে সম্মিলিত সাংস্কৃত জোট মাগুরা জেলা শাখা এ প্রদীপ প্রজ্জ্বালন ও সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তারা বলেন, সারা পৃথিবীতে নিরীহ জনগণকে হত্যা করা হচ্ছে। সাংস্কৃতিকর্মীরা সব সময় মানুষের পক্ষে। পৃথিবীর যেখানেই মানুষকে হত্যা করা হোক না কেন সংস্কৃতিকর্মীরা তার বিরুদ্ধে। তাই গাজায় ইসরাইলের হামলা যেমন ন্যাক্কারজনক ঘটনা একই সাথে বাংলাদেশেও রাজনীতির নামে সাধারণ মানুষকে হত্যা করাও নিন্দনীয় অপরাধ। সংস্কৃতি কর্মীরা সবসময় মানুষ হত্যার বিরুদ্ধে ছিলো, আছে এবং থাকবে।

সম্মিলিত সাংস্কৃতিক জোট মাগুরা জেলা শাখার যুগ্ম আহবায়ক মাজহারুল হক লিপুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট আবু শ্যাম, কল্যাণী বিশ্বাস, অধ্যাপক আতিয়ার রহমান, ফজল মাহমুদ। সমাবেশটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব বিশ্বজিৎ চক্রবর্তী।

(এমএইচএল/এএস/নভেম্বর ২১, ২০২৩)