উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর এলাকায় পদ্মা নদীতে জেলের ডোম জালে ধরা পড়েছে ১২ কেজি ওজনের একটি আইড় মাছ।  বুধবার ২২ নভেম্বর ভোর রাতে স্থানীয় জেলে জিন্নাত আলী প্রধানিয়ার জালে মাছটি ধরা পড়ে। সাথে সাড়ে ৫ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছও পেয়েছে সে।

চাঁদপুর বড়স্টেশন মাছঘাটের মৎস্য আড়তদার বিল্লাল কাজী জানান, মঙ্গলবার রাতে রাজরাজেশ্বর ইউনিয়ন এলাকার পদ্মা নদীতে প্রতিদিনের মতো জাল ফেলেন জিন্নাত। এ সময় তার বড় ফাঁসের কটসুতার তৈরি ডোম জালে ১২ কেজির আইড় মাছটি ধরা পড়ে।
পরে বুধবার সকালে মাছটি আড়তে নিয়ে এলে ৬০ হাজার টাকা মণ ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ১৮ হাজার টাকায় বিক্রি হয়।

ঘাটেরই মাছ বিক্রেতা অনিক নামে একজন আইড় মাছটি কিনে নেয়। এমন বড় আকৃতির আইড় মাছ চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে সচারাচর দেখা যায় না বলে ঘাটের লোকজন জানান।

উল্লেখ্য, ইলিশের ভরা মৌওসুম এখন শেষ।বর্ষার পানি কমে যাওয়ায় ইদানিং চাঁদপুরের পদ্মা- মেঘনায় এই সময় নদীর বড় বড় পাঙ্গাশ মাছের সাথে বড় বড় আইড় মাছও ধরা পড়ছে।

(ইউএইচ/এএস/নভেম্বর ২২, ২০২৩)