মোঃ শাজনুস শরীফ, বরগুনা : ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় এবার আসামির প্রতিকার চাওয়া মামলায় বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইবুনাল। বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিচারক মশিউর রহমান খান গতকাল মঙ্গলবার এই আদেশ জারি করেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া বাদীর নাম সীমা আক্তার। তিনি বরগুনা সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া গ্রামের সোবহান মাষ্টারের মেয়ে।

আদালত সূত্রে জানা গেছে, সীমা আক্তার ২০২২ সালের ১৫ ডিসেম্বর ধর্ষণের চেষ্টা করার অভিযোগ এনে কেওড়াবুনিয়া ইউনিয়নের কোটবাড়িয়া গ্রামের মানিক গাজীর ছেলে স্বপন গাজীর বিরুদ্ধে একই ট্রাইবুনালে মামলা দায়ের করে। বিচারক মামলাটি বরগুনা জেলা গোয়েন্দা শাখা ডিবির উপর তদন্তের নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০২৩ সালের ১ জানুয়ারি বাদীর মামলার ঘটনা মিথ্যা ও সাজানো বলে প্রতিবেদন দাখিল করলে ১৬ জানুয়ারী ট্রাইবুনাল মামলাটি খারিজ করে দেয়।

মামলার আসামী স্বপন গাজী তাকে হয়রানি ও ক্ষতিগ্রস্হ করার অভিযোগ এনে বাদী সীমা আক্তারের বিরুদ্ধে একই ট্রাইবুনালে মামলা দায়ের করলে বিচারক আদালতে হাজির করতে সীমা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

(এসএস/এসপি/নভেম্বর ২২, ২০২৩)