ইন্দ্রজিৎ সাহা, কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈর থানায় গত প্রায় এক মাস যাবৎ অনলাইন জিডি সহ অনলাইন ভিত্তিক সকল প্রকার সেবা কার্যক্রম বন্ধ হয়ে আছে। জীবনের নিরাপত্তা চেয়ে জিডি, মোবাইল ফোন, জমির দলিল, এনআইডি, পাসপোর্ট ইত্যাদি হারানো বিষয়ে থানায় জিডি করতে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন সেবা প্রত্যাশীরা। 

গত তিন দিন আগে এনআইডি হারিয়ে কালিয়াকৈর থানায় আসেন সফিপুরের আন্দার মানিক এলাকার গৃহবধূ সাজনিন আক্তার। পরে তিনি বলেন, থানায় এ বিষয়ে জিডি করতে গেলে ডিউটি অফিসার তাকে ফিরিয়ে দেন এই বলে -"সার্ভার সমস্যা জিডি নেয়া যাবেনা"।

কালিয়াকৈর থানার রাইটার রানা হামিদ বলেন, বিগত প্রায় একমাস ধরে আমরা অনলাইন জিডি লিখতে পারছিনা।

এ বিষয়ে কথা হয় কালিয়াকৈর থানার ডিউটি অফিসার যমুনা আক্তারের সাথে তিনি বলেন, অনেক দিন যাবৎ সার্ভার ডাউন থাকায় অনলাইন সেবা দিতে পারছিনা তবে গতকাল কিছু সময়ের জন্য সার্ভার ঠিক হলেও তা আবার ডাউন হয়ে আছে।

(আইএস/এসপি/নভেম্বর ২২, ২০২৩)