মোঃ শাজনুস শরীফ, বরগুনা : বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভর্তি হওয়া একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের ক্লাস চলাকালীন সময়ে স্মার্ট মোবাইল ফোন বন্ধ রাখার নোটিশ জারি করা হয়েছে। কলেজের অধ্যক্ষ ড. মতিউর রহমান আজ বুধবার এই নিষেধাজ্ঞা প্রদান করেন।

বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ ড. মতিউর রহমান বলেন, শ্রেণি কক্ষে পাঠদান চলাকালীন সময় কিছু ছাত্র ছাত্রী পাঠদানে অনুপস্থিত থেকে ক্যাম্পাসে স্মার্ট ফোন ব্যবহার করছে। কলেজে শ্রেণি চলাকালীন সময় উপস্থিতি রাখতে নোটিশ প্রদান করা হয়েছে। তবে জরুরি প্রয়োজনে বাটন ফোন ব্যবহার করতে পারবে। এছাড়া শ্রেণিতে পাঠদান চলার বাহিরে স্মার্ট ফোন ব্যবহার করতে পারবে।

ড. মতিউর রহমান আরো বলেন, ইতোমধ্যে স্মার্ট ফোন ব্যবহার নিয়ে নোটিশ নিয়ে অভিভাবক গণ সাধুবাদ জানিয়েছে। তবে অনার্স অধ্যায়নরত ছাত্র ছাত্রীরা এই নোটিশের আওতায় পড়বেনা।

(এসএস/এসপি/নভেম্বর ২২, ২০২৩)