সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : বিএনপির ডাকা ষষ্ঠ দফা অবরোধের দ্বিতীয় দিনে কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি পিকআপ ভ্যানে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও গাছ কেটে সড়ক বন্ধ করে রাখার ঘটনা ঘটে। 

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে জেলার ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় আজ ভোর সাড়ে ৪টার দিকে সড়কে গাছ কেটে ফেলে রেখে খরকুটো ও টায়ারে আগুন জ্বালিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন ও বিক্ষোভ করেন। একই সময় পাশে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দেন তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শহরসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের শক্ত অবস্থান দেখা গেছে। টহল পুলিশও তৎপর রয়েছে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, ভোর চারটার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় পিকআপ ভ্যানে আগুন দিলে পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

(এসএস/এসপি/নভেম্বর ২৩, ২০২৩)