বাগেরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ সপ্তাহে মানববন্ধন
.png)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে ‘নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ’ এই প্রতিপাদ্যে নিয়ে বাগেরহাটে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে জেলা প্রশাসন, মহিলা অধিদপ্তর ও অপরাজিতা নারী নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠানে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন।
মানববন্ধনে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, বাগেরহাট মহিলা পরিষদের সভানেত্রী সীতা রানী দেবনাথ, জেলা পরিষদের সদস্য শরিফা খানমসহ বিভিন্ন সংগঠনের নারী নেত্রীরা বক্তব্য রাখেন। এসময়ে বক্তারা, প্রতিটি ঘর থেকে নারী নির্যাতন প্রতিরোধ সকলকে এগিয়ে আসার আহবান জানান।
(এস/এসপি/নভেম্বর ২৫, ২০২৩)