বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরা সদর উপজেলার বেরইল-পলিতা ইউনিয়নের বাটাজোড় গ্রামের হিন্দু সম্প্রদায়ের আয়োজনে নবগঙ্গা নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী চন্ডি চাঁদের আশ্রম প্রাঙ্গণে শ্রী কৃষ্ণের রাস যাত্রা উপলক্ষে শুরু হয়েছে-৩ দিনব্যাপী প্রথম বার্ষিকী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা স্মরণ কীর্তন অনুষ্ঠান। 

দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি এবং মানব কল্যাণ কামনায় আজ রবিবার থেকে মঙ্গলঘট স্থাপন, প্রদীপ প্রজ্জ্বলন, পবিত্র গীতা পাঠ এর মধ্য দিয়ে সনাতন ধর্মের রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন শুভ দিবসের সূচনা ঘটবে। আগামী মঙ্গলবার এ মহানাম শেষে নগর কীর্তন মহাপ্রভুর ভোগ ও প্রসাদ বিতরণ করা হবে। এবারের অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করবেন সুলতা মল্লিক-সাতক্ষীরা,চন্দনা হালদার-যশোর ও উত্তম মন্ডল শালিখা-মাগুরা।সেবাইত হিসেবে দায়িত্ব পালন করবেন নিত্য গোপাল মহন্ত ভাটপাড়া শত্রুজিৎপুর-মাগুরা।

(বিএস/এসপি/নভেম্বর ২৬, ২০২৩)