রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর জেলার সংসদীয় পাঁচটি আসনে আওয়ামী লীগের যারা মনোনয়ন পেয়েছেন তাঁদের নাম ঘোষণা করেছে দলটি।

রবিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ৩০০ আসনে চূড়ান্ত তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরমধ্যে জামালপুর ৫টি আসনেও মনোনয়ন ঘোষণা করা হয়।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হলেন- জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে নুর মোহাম্মদ, জামালপুর-২ (ইসলামপুর) আসনে ফরিদুল হক খান দুলাল, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে মির্জা আজম, জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনে ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল ও জামালপুর-৫ (সদর আসন) আসনে আবুল কালাম আজাদ।

এদিকে দলীয় মনোনয়নে নাম ঘোষণা করার পর নেতাকর্মীরা জামালপুরে আনন্দ মিছিল করেছে।

(আরআর/এএস/নভেম্বর ২৬, ২০২৩)