তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারে ট্রাকের চাকার নীচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের থানাস্ট্যান্ডের কাছে ইউটার্ন নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

মোটর শোভাযাত্রায় থাকা একাধিক যুবক জানিয়েছে নিহতের নাম সাকিব (২১) সাভারের চাকুলিয়া এলাকায় তার বাসা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নৌকার মনোনয়ন পাওয়ার আনন্দে কর্মী সমর্থকরা মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করে। মটর শোভাযাত্রা শেষে সংসদ সদস্যের থানা স্ট্যান্ডের কাছে বাড়ির সামন থেকে বেরিয়ে মহাসড়কের ইউটার্ন নেয়ার সময় দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই সাকিব মারা যায়। দূর্ঘটনায় আহত হয় আরও দুই জন। পরে ফায়ারসার্ভিস কর্মীরা এসে লাশটি উদ্ধার করে। তবে আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সাভার হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) বাবুল আক্তার বলেন, নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ও তার সহকারী পালিয়েছে।

(টিজি/এএস/নভেম্বর ২৭, ২০২৩)