দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
গত সোমবার রাত আনুমানিক দশটার দিকে দিনাজপুরের বিরল উপজেলার ধামোইর হাট ইউনিয়নের নিজামপুর নামক স্থানে ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়। নিহত নারী বিরল উপজেলার শহরগ্রাম ইউপির পাঠশালা গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী মনসুর বেগম। এ ঘটনায় আহত হয় আরো তিন জন। হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন,বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মাওলা।
অন্যদিকে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় জেলার ফুলবাড়ী উপজেলার ২৯ বিজিবি ক্যাম্পের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডাঙ্গাপাড়া নিবাসী মৃত একবার উদ্দিনের ছেলে আব্দুল হাকিম নিহত হয়েছে।
জানা গেছে, আব্দুল হাকিম কাজ শেষে ফুলবাড়ী শহর থেকে বাড়ি ফেরার পথে বিজিবি ক্যাম্পের সামনে পৌঁছলে স্পিড ব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় এ সময় পিছন থেকে একটি চাপা দিয়ে চলে গেলে ঘটনায় চলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিরল ও ফুলবাড়ী থানা পুলিশ।
(এসএস/এসপি/নভেম্বর ২৮, ২০২৩)