সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ কাপাসিয়া আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি সপরিবারে আজ মনোনয়ন পত্র জমা দিয়েছেন। কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্ণিং কর্মকর্তার এ কে এম গোলাম মোর্শেদের নিকট তিনি নিজের মনোনয়ন জমা দেন।

উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো সাখাওয়াত হোসেন প্রধান জানান,,গাজীপুর-৪ কাপাসিয়া আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি বুধবার আচরণবিধি মেনে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্ণিং কর্মকর্তার কার্যালয়ে আসেন। এসময় তাঁর সাথে ছিলেন পরিবারের সদস্য ও কয়েকজন সিনিয়র আওয়ামী লীগ নেতা।

মনোনয়ন জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন সিমিন হোসেন রিমি‘র স্বামী মোশতাক হোসেন, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আমানত হোসেন খান, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান।

সিমিন হোসেন রিমি মনোনয়ন ফরম জমা দেয়ার খবর ছড়িয়ে পড়লে পরে বিপুল সংখ্যক নেতাকর্মী কাপাসিয়া উপজেলা পরিষদ চত্বরে বাইরে ভীড় জমায়। এসময় সেখানে উৎসব মূখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় সিমিন হোসেন রিমি আচরণবিধি মেনে নির্বাচনের সকল কাজ পরিচালনা করার কাজ করার জন্য সকলের সহযোগিতার কামনা করেন।
মনোনয়ন জমাদানের পর সাংবাদিকের সিমিন হোসেন রিমি বলেন, ‘আমি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ায় লক্ষে উন্নত স্মার্ট কাপাসিয়া গড়তে কাজ করার প্রত্যায় ব্যক্ত করেন‘।

(এসকেডি/এএস/নভেম্বর ২৯, ২০২৩)