দিনাজপুর -৪ আসনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপির মনোনয়নপত্র দাখিল

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর ( চিরিরবন্দর - খানসামা) -৪ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়নপ্রাপ্ত সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি মনোনয়নপত্র দাখিল করেছেন। চিরিরবন্দর ও খানসামা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ছাড়াও তিনি দিনাজপুর জেলা নির্বাচনী রিটার্নিং অফিসার জেলা প্রশাসকের কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার (২৯ নভেম্বর) দুপুর ১২ টায় তিনি এ মনোনয়নপত্র জমা দেন।
এসময় সাবেক হুইপ আলহাজ্ব মোঃ মিজানুর রহমান মানু, খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার সাহা, খানসামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিম সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়সহ আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার একেএম শরীফুল হক ও খানসামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দীন এবং দিনাজপুর প্রশাসক শাকিল আহমেদ মনোনয়নপত্র জমাদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
(এসএএস/এএস/নভেম্বর ২৯, ২০২৩)