রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে বিএনপির ডাকা অষ্টম দফা অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে শহরের মালগুদাম এলাকা থেকে ঝটিকা মিছিলটি বের হয়ে গেইটপাড়ে গিয়ে শেষ হয়।

অবরোধের সমর্থনে ঝটিকা মিছিলে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল মোমিন আকন্দ কাওসার ও সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আনোয়ার ইকবাল রুকন, নাজমুল হাসান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শান্ত, সাখাওয়াত হোসেন টুটুল, মাদারগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির, সুমন মিয়া, ফয়সাল, সেতু সরকার প্রমুখ।

(আরআর/এএস/নভেম্বর ২৯, ২০২৩)