সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনে আওয়ামী লীগ দলীয় ৪ প্রার্থীসহ ৫জন জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার (২৯ নভেম্বর) বিকালে দলীয় নেতাদের সাথে নিয়ে বাগেরহাট- ১ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি বঙ্গবন্দুর ভ্রাতুস্পুত্র শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট- ২ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট- ৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী পবিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এবং বাগেরহাট- ৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ খালিদ হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এসময়ে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট- ৪ আসনের এমপি আমিরুল আলম মিলন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধানর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দিনসহ দলীয় নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার সময় কালেক্টরেট চত্তরে ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের উপচে পড়া ভীড়। এরআগে সকালে বাগেরহাট- ৪ আসনে এনপিপি’র প্রার্থী মো. লোকমান তার কর্মী সমর্থকদের নিয়ে সাহাগ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ খালিদ হোসেনের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।

বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাকের পার্টি, তৃর্ণমূল বিএনপি, এনপিপি ও স্বতন্ত্রসহ ১৪ জন ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোয়নয়পত্র সংগ্রহ করলেও বুধবার (২৯ নভেম্বর) পর্যন্ত আওয়ামী লীগের ৪ ও এনপিপি’র এক প্রার্থীসহ ৫ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

(এসএএস/নভেম্বর ২৯, ২০২৩)