বাগেরহাটে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়লো দাঁড়িয়ে থাকা বাস
.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের রামপাল উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯টার দিকে খুলনা-মোংলা জাতীয় মহাসড়কের বাগেরহাটের ফয়লা বাজারের কাছে এই আগুন দেয়ার ঘটনা ঘটে। বাসটি পুড়তে দেখে প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তৎক্ষনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। বাসটিতে কোন যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানান, খুলনা-মোংলা রুটে চলাচলকারি যাত্রীবাহি এই বাসটি যাত্রী নামিয়ে দিয়ে উপজেলার ফয়লা বাজারের কাছে রাত ৯টার দিকে পার্কিং করে রাখা ছিল।
এসময়ে দুর্বৃত্তরা বাসটিকে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিভিয়ে ফেলা হয়। এঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। তবে, ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান এই কর্মকর্তা।
(এসএএস/এএস/নভেম্বর ২৯, ২০২৩)