অবসরের ৩ বছর পর সংসদ নির্বাচন বিষয়ে রুলের রায় যেকোনো দিন

স্টাফ রিপোর্টার : সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার তিন বছর পর সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিধান প্রশ্নে জারি করা রুলের ওপর হাইকোর্টের শুনানি শেষ করা হয়েছে। এ বিষয়ে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন আদালত।
পৃথক চারটি রিটের চূড়ান্ত শুনানি শেষে বুধবার (২৯ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) করে আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী, ব্যারিস্টার তানিয়া আমীর ও মোহাম্মদ সাঈদ আহমেদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১২(১) চ ধারা অনুযায়ী, সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের তিন বছর পার না হলে কেউ সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। এই বিধান চ্যালেঞ্জ করে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল চলতি বছর হাইকোর্টে একটি রিট করেন। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে চলতি বছরের ১৯ জানুয়ারি হাইকোর্ট রুল জারির নির্দেশ দেন। রুলে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ওই বিধান কেন সংবিধান পরিপন্থি নয়, তা জানতে চাওয়া হয়। একই বিষয় নিয়ে চলতি বছর করা পৃথক তিনটি রিটের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে রুল হয়। পৃথক রিটের পরিপ্রেক্ষিতে হওয়া রুলের ওপর ৭ নভেম্বর শুনানি শুরু হয়।
এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত বলেন, পৃথক চারটি রিটের পরিপ্রেক্ষিতে হওয়া রুল একসঙ্গে শোনেন হাইকোর্ট। পাঁচদিন শুনানি হয়েছে। শুনানি শেষে আদালত রিটগুলো সিএভি (রায়ের জন্য অপেক্ষমাণ) রেখেছেন। এখন রিটগুলো রায় ঘোষণার জন্য যেকোনো দিন কার্যতালিকায় (কজলিস্টে) থাকবে।
(ওএস/এস/নভেম্বর ২৯, ২০২৩)