রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন দলীয় মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর দেড়টায় মাদারগঞ্জ উপজেলা রিটার্নিং কর্মকর্তা ফাইযুল ওয়াসিমা নাহাতের কাছে মির্জা আজম মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুলাহ আল-আমিন চাঁন, জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল, সহসভাপতি বাবু অরুণ কুমার সাহা, মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির প্রমুখ।

মনোনয়নপত্র জমা দিয়ে মির্জা আজম এমপি বলেন, 'মেলান্দহ মাদারগঞ্জ সংসদীয় আসন ৩ থেকে ইতোপূর্বে ৬ বার এমপি নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। এবার ৭ম বারের মতো নির্বাচন, আপনারা সবাই দোয়া করবেন যাতে নির্বাচিত হয়ে এলাকায় উন্নয়নসহ মানুষের সেবা করতে পারি।'

(আরআর/এএস/নভেম্বর ৩০, ২০২৩)