সাতক্ষীরায় হান্নান ইলেকট্রিকে হামলা ও লুটপাট, আদালতে মামলা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : গত ২৮ নভেম্বর বিকেলে সাতক্ষীরা শহরের পাকাপোলের পার্শ্ববর্তী আব্দুল হান্নানের মালিকানাধীন ইলেকট্রিকাল দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট শেষে দোকানে তালা মারার চেষ্টার ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার ভবানীপুর গ্রামের ও বর্তমানে পলাশপোলের মোঃ আজগার আলীর ছেলে মোঃ আব্দুল হান্নান বাদি হয়ে মুনজিতপুরের কাজী এশরাবুল হকের ছেলে মোঃ মুন্নাকে বিবাদী করে বৃহস্পতিবার এ মামলা দায়ের করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিষ্ণুপদ পাল ২০২৪ সালের ৫ মার্চের মধ্যে দখল সম্পর্কিত তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য সদর সহকারি কমিশনারকে (ভ‚মি) ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য নির্দেশ দিয়েছেন।
মামলা ও ঘটনার বিবরনে জানা যায়, ভবানীপুর গ্রামের আব্দুল হান্নান শহরের পলাশপোলের ফিরোজুর রহমানের কাছ থেকে গত বছরের ১৬ ফেব্রæয়ারি ২৩২৭ নং রেজিষ্ট্রি কোবালামূলে পলাশপোল মৌজায় .০২ শতক জমি কিনে শান্তিপূর্ণভাবে ব্যবসা ও বসবাস করে আসছেন। ওই জমি পৌরসভা থেকে ডিসিআর নিয়েছেন দাবি করে গত ২৮ নভেম্বর বিকেলে মুনজিতপুরের মুন্নার নেতৃত্বে ১০/১৫ জন ওই দোকানে হামলা চালায়। এ সময় হামলাকারিরা আড়াই লক্ষ নগদ টাকা ও কয়েক লাখ টাকার মালামাল লুট করে দোকানের শার্টারে তালা মারার চেষ্টা করে।
একইভাবে আইনপ্রয়োগকারি সংস্থাকে মিথ্যা তথ্য দিয়ে হয়রানি করার চেষ্টা করে। এ ঘটনায় আব্দুল হান্নান ২৮ নভেম্বর রাতেই থানায় অভিযোগ দায়ের করেন। এরপরও মুন্না বিভিন্ন লোকজন দিয়ে তাকে হুমকি ধামকি দিয়ে আসছিল। বাধ্য হয়ে আব্দুল হান্নান বাদি হয়ে বৃহষ্পতিবার সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্্েরট আদালতে পিটিশন ২৪৭৫ নং মামলা দায়ের করেন। আদালতের আদেশ বিবাদী ও সংশ্লিষ্ট তদন্তকারি কর্মকর্তাদের কাছে বৃহষ্পতিবার বিকেলে পৌঁছে দেওয়া হয়েছে।
তবে আব্দুল হান্নান জানান, তার জমি সংলগ্ন বাংলাদেশ সরকারের পক্ষে এলজিইডি’র নামে রেকডীয় কয়েক ফুট খাস জমি (ডিপি খতিয়ানে উল্লেখিত) কয়েক ফুট জায়গা তার দখলে রয়েছে মর্মে জানতে পেরে তিনি ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে ডিসিআরের জন্য আবেদন করেছেন। ওই জমি পৌরসভার মিথ্যা ঘোষণা দিয়ে মুন্নাসহ একটি মহল প্রশাসন ও বিশেষ একটি সুবিধাবাদি শ্রেণীর মানুষকে বিভ্রান্ত করছেন।
প্রসঙ্গত, আব্দুল হান্নানের ব্যবসা প্রতিষ্ঠানের পশ্চিম পাশে একইভাবে ফারুক হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় দায়েরকৃত রিট পিটিশনে মহামান্য হাইকোর্ট স্থিতাবস্থা জারির নির্দেশ দিয়েছেন। যাহা ওই রিট পিটিশনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বজায় থাকবে। আব্দুল হান্নানের ক্রয়কৃত জমির বহির্ভুত জমি একই দাগের আওতায়।
(আরকে/এএস/নভেম্বর ৩০, ২০২৩)