শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের তিনটি নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের তিনজন, দুইজন স্বতন্ত্র প্রার্থী সহ মোট ২২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে ৬ জন, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে ১১ জন ও শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইরহাট, ভেদরগঞ্জ) আসনে ৫ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ২২ জন প্রার্থীর মধ্যে দলীয় ২০ জন ও স্বতন্ত্র ২ জন।

শরীয়তপুর জেলা রিটার্নিং কর্মকতার কার্যালয় সূত্রে জানা যায়, শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ ইকবাল হোসেন অপু, জাতীয় পার্টির মাসুদুর রহমান, জাকের পার্টির দেলোয়ার হোসেন, তৃণমূল বিএনপির বাসার মাদবর, খেলাফত আন্দোলনের মো. আব্দুস সামাদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মো. গোলাম মোস্তফা।

শরীয়তপুর-২(নড়িয়া-সখিপুর) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সাংসদ একেএম এনামুল হক শামীম, জাতীয় পার্টির ওহেদুর রহমান, জাকের পাটির বাদল কাজী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ফিরোজ মিয়া, গণফ্রন্টের কাজী জাকির হোসেন, বাংলাদেশ কংগ্রেসের সৌমিত্র দত্ত, ন্যাশনাল পিপলস পার্টির মো. আবুল হাসান, বিকল্প ধারা বাংলাদেশের মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাহমুদুল হাসান, মুক্তিজোটের মো. মনির হোসেন। আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক ডেপুটি স্পীকার ও একই আসনের ছয় বারের সাংসদ কর্নেল (অবঃ) শওকত আলীর পূত্র ডা. খালেদ শওকত আলী।

শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইরহাট, ভেদরগঞ্জ) আসন থেকে বিভিন্ন দলের ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের বর্তমান সাংসদ নাহিম রাজ্জাক, জাতীয় পার্টির মো. আব্দুল হান্নান, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. সিরাজ চৌকিদার, জাকের পার্টির জিয়ারউর রহমান, ইসলামী ঐক্যজোটের মাহদী হাসান।

(কেএনআই/এএস/নভেম্বর ৩০, ২০২৩)