স্ত্রীর সামনে পানিতে ডুবে স্বামীর মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : স্ত্রীর সামনেই পুকুরে ডুবে নিজাম খন্দকার (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের কাদিরাবাদ গ্রামে।
মৃত নিজাম খন্দকারের স্ত্রী সুরমা বেগম বলেন, শুক্রবার দুপুরে তিনি তার স্বামীকে গোসলের জন্য পুকুর ঘাটে নিয়ে যান। একপর্যায়ে নিজাম খন্দকার পা পিছলে পুকুরে পরে যায়। ভারী শরীর হওয়ায় তিনি তাকে ধরে রাখতে পারেননি। কিন্তু স্বামী ডুবে যাওয়ার সাথে সাথে তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা এসে নিজাম খন্দকারকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
কাজিরহাট থানার ওসি মোঃ শাহাবুদ্দিন বলেছেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে দাফনের জন্য নিজাম খন্দকারের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
(টিবি/এসপি/ডিসেম্বর ০১, ২০২৩)