রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালী জংশনেন অদুরে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। তাদের একজন ভ্যানচালক এবং অন্যজন যাত্রী। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার কালুখালী উপজেলার সূর্যদিয়া রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বঙ্গমাতা এক্সপ্রেস ট্রেন সূর্যদিয়া রেল ক্রসিংয়ে পৌঁছালে ভ্যান চালক ও ভ্যানে থাকা যাত্রী ট্রেনে কাটা পড়ে। এতে তাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
রাজবাড়ী জিআরপি থানার অফিসার ইনচার্জ সোমনাথ বসু বলেন, রাজশাহীগামী বঙ্গমাতা এক্সপ্রেস অরক্ষিত সূর্যদিয়া রেল ক্রসিংয়ে পৌঁছালে ভ্যান চালক ও যাত্রী নিহত হয়।তাদের পরিচয় এখনও পাওয়া যাইনি।
(একে/এএস/ডিসেম্বর ০৪, ২০২৩)