সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে ঋণ খেলাপি ও ভোটারদের স্বাক্ষর জালের অভিযোগে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। 

ঋণ খেলাপির দায়ে মনোনয়নপত্র বাতিল হয়েছে বাগেরহাট- ১ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী রবিউল, বাগেরহাট-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী হাজরা শহিদুই ইসলাম, একই আসনে তৃর্ণমূল বিএনপির প্রার্থী মরিয়ম সুলতানা। ভোটারদের এক শতাংশ স্বাক্ষর জালের দায়ে মনোনয়নপত্র বালিত হয়েছে বাগেরহাট ২ আসনে স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেন, বাগেরহাট-৩ আসনে শেখ নিজাম উদ্দিন, বাগেরহাট-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. জামিল হোসেনের।

বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্রসহ ৩০ প্রার্থী মনোনয়নপত্র বাছাই শেষ ৬জনের প্রার্থীতা বাতিলের পর এখন বাগেরহাট- ১ আসনে ৭ জন, ২ আসনে ৩ জন, ৩ আসনে ৭ জন ও ৪ আসনে ৭ জন প্রার্থী রয়েছেন। সোমবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহম্মদ খালিদ হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।


(এস/এসপি/ডিসেম্বর ০৪, ২০২৩)