নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : গত রবিবার রাত আনুমানিক সাড়ে ৮টায় বিএনপি জামাতের  অবরোধ চলাকালীন ময়মনসিংহ শম্ভুগঞ্জ রঘুরামপুর এলাকায় কতিপয় যুবক রাস্তায় টায়ার জ্বালিয়ে গাড়ী আটক করে পেট্রোল বোমা হাতে গাড়ীর দিকে এগিয়ে যায়। এমতবস্থায় এসআই মনিরুজ্জামান তাৎক্ষনিক নিজেস্ব বুদ্ধিমত্তায় চারিদিক দিয়ে তাদের ঘিড়ে ফেলে এবং ৩ জনকে গ্রেপ্তার করে। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন বি এন পি সক্রিয় সদস্য ১/ শুম চন্দ্র দে (৩০) পিতাঃ ভক্ত চন্দ্র দে, বাঘমারা, থানা কোতোয়ালি, জেলা ময়মনসিংহ। ২/ খাইরুল (৩০)পিতাঃ নুরুল ইসলাম, চরগোবাদীয়া, কোতোয়ালি, ময়মনসিংহ। ৩/ আক্রাম ( ২৪) পিতাঃ আলমগীর সাং বাদেকল্পা, কোতোয়ালি, ময়মনসিংহ। উক্ত আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে বিচারের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, অবরোধ এর নামে জ্বালাও পোড়াও করলে কোন প্রকার ছাড় দেওয়া হবে না, যেখানেই সন্ত্রাস সেখানেই আইনশৃঙ্খলা বাহিনী প্রতিরোধ, এই সব সন্ত্রাসীদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে, এদেশের ব্যাপারে আইনের হাত খুবই শক্তিশালী, যাতে কঠোর ও কঠিনতম বিচার হয় তার জন্য আমি এবং আমাদের পুলিশ সুপার মহোদয়ের সহযোগিয়া সব সময় থাকবে।

এ ব্যাপারে এস আই মনিরুজ্জামান কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, সন্ত্রাসীদের ব্যাপারে আমাদের উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে আমরা মাঠে শক্ত পদক্ষেপ নিতে বদ্ধপরিকর। ঘটনার সময় উপস্থিত যাত্রীগন পুলিশের ভুমিকায় সন্তোষ প্রকাশ করে বলেন, ময়মনসিংহ পুলিশ ধন্য।

(এনআরকে/এসপি/ডিসেম্বর ০৪, ২০২৩)