ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় সভা
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতাল কতৃপক্ষের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক ডাক্তার মোঃ টিটু মিয়ার সাথে এক মত বিনিময় সময় অনুষ্ঠিত হয়।
কলেজের উপাধ্যাক্ষ অধ্যাপক ডাঃ দিলরুবা জেবা'র সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোস্তাফিজুর রহমান মেডিকেল কলেজ, পরিচালক ডাঃ মোহাঃ এনামুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতাল, অধ্যাপক ডাঃ রতন কুমার সাহা, সহযোগী অধ্যাপক খান মোহাম্মদ আরিফ, ইন্টার্ন ডাঃ মাশতুরা মোশাররফ ঐশিকা, সভাপতি, ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ শাখা। এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় বক্তারা প্রতিষ্ঠানটি বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। সভায় মতবিনিময় সভার পূর্বে অতিথিবৃন্দ কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন।
(ডিসি/এসপি/ডিসেম্বর ০৫, ২০২৩)