রাজন্য রুহানি, জামালপুর : আওয়ামী নির্বাচন কমিশনের একতরফা তফসিল বাতিলের দাবিতে এবং বিএনপির ডাকা অবরোধের সমর্থনে জামালপুরে ঝটিকা মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে শহরের দয়াময়ী মোড় এলাকা থেকে ঝটিকা মিছিলটি বের হয়ে বাগানবাড়ি গিয়ে শেষ হয়।

ঝটিকা মিছিলটির নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল মোমেন আকন্দ কাওসার ও সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গোলাম মোস্তফা মুকুল, নাজমুল হাসান সোহেল, শাহেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শান্ত, সাখাওত হোসেন টুটুল, রিমন আকন্দ, সহসাধারণ সম্পাদক সোহেল, সম্পাদক মণ্ডলীর সদস্য মুহাম্মদ আলী, সুমন মিয়া, রুবেল, সেতু সরকার শান্ত, মানিক প্রমুখ।

(আরআর/এসপি/ডিসেম্বর ০৬, ২০২৩)