রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের পাকাপোল থেকে র‍্যালী বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা মুক্তি সংসদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধ সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার প্রমুখ।

(আরকে/এসপি/ডিসেম্বর ০৭, ২০২৩)