চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে আফরিন আক্তার মিলি (৮) ও আল আমিন (৩) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে আলমগীররের পাকা ঘরের রংয়ের কাজ করার জন্য রাখা মেথিলেটেড স্পিরিটের প্লাস্টিকের জারের সামনে ওই দুই শিশু ম্যাচের কাঠি দিয়ে খেলছিল। এ সময় হঠাৎ আগুন ধরে গেলে রংয়ের জারটি বিস্ফোরিত ভাই-বোন দুই জনই অগ্নিদগ্ধ হয়। শনিবার দুপুরে ঢাকা নেয়ার পথে তারা মারা যায়।

তারা উপজেলার ১৪নং ফরিদগঞ্জ হর্নি দুর্গাপুর গ্রামের প্রবাসী আলমগীর হোসেনের দুই সন্তান।

দুর্ঘটনার পরে আহত দুইজনকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজে পাঠায়। পরে ঢাকা মেডিকেলে কলেজের দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। মৃতদের নিকটাত্মীয় সিরাজ মাস্টার বিষয়টি নিশ্চিত করেছেন।

(ওএস/এএস/নভেম্বর ০৮, ২০১৪)