জলবায়ুর প্রভাব মোকাবেলায় শিশুদের অভিনয়ে নাটক “মানুষের দোষে প্রকৃতি রোষে” মঞ্চায়ন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনের প্রভাবে মোকাবেলায় সচেতনতা বাড়াতে পটুয়াখালীর কলাপাড়ায় শিশুদের অংশগ্রহণে মঞ্চায়ন হলো নাটক মানুষের দোষে, প্রকৃতি রোষে।
ফান্ড আওয়ার ফিউচারের মাধ্যমে গ্লোবাল জাস্টিস ক্যাম্পেইনের অংশ হিসেবে উন্নয়ন সংস্থা একশন এইড বাংলাদেশ ও আভাস কলাপাড়ায় জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবেলায় শিশুদের নিয়ে এই জনসচেতনতা কার্যক্রম শুরু করে।
বৃহস্পতিবার বিকেলে কলাপাড়ার শেখ কামাল অডিটরিয়ামে নাট্য পরিবেশনার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
জনসচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
শিশুদের জলবায়ু কর্মে নিয়োজিত করার মাধ্যমে তাদের কার্বন পদচিহ্ন কমাতে এবং স্থায়িত্বকে উন্নীত করার লক্ষ্য নিয়ে জলবায়ু পরিবর্তনের সমস্যাগুলো চিহ্নিত করে এ নাটক প্রদর্শন করা হয়। এতে কলাপাড়ার চাইল্ড ফোরামের ১৫ শিশু গ্রহণ করে।
অনুষ্ঠান শেষে কলাপাড়ার শিশু ফোরামের দুই হাজার শিশুকে দুটি করে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল।
(এমকেআর/এএস/ডিসেম্বর ০৮, ২০২৩)