সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস  যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। 

আজ শনিবার কাপাসিয়া উপজেলা প্রশাসন ও কাপাসিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত নুর মৌসুমী।

কাপাসিয়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া প্রেসক্লাবের সহসভাপতি সাইফুল ইসলাম শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট আমানত হোসেন খাঁন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, গাজীপুরজেলা দুদক সমন্বিত জেলা কার্যালয়ের পরিচালক মশিউর রহমান, কাপাসিয়া থানার অফিসার ইনসার্চ আবুবকর মিয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা এম এ গনি,কাপাসিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, কাপাসিয়া ডিগ্রী কলেজেের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, হাইলজর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ্ আজাদ প্রমুখ।

আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তলন বানঢ্য রেলী মধো দিয়ে অনুস্ঠানশুরু হয। অনুষ্ঠানে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

(এসকেডি/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৩)