নাটোর প্রতিনিধি :নাটোরের গুরুদাসপুর পৌরসভার মধ্যমপাড়া মহল্লায় কৃষকের সোয়া ১০ বিঘা জমি জোর করে ইটভাটা নির্মাণের অভিযোগ উঠেছে। জমির মালিক সলেমান মন্ডলের ছেলে জিয়ারুল মন্ডল শুক্রবার থানায় লিখিত অভিযোগ করেছেন।

থানার ওসি (তদন্ত) ওমর ফারুক সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভাটা মালিককে ওই জমিতে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে ভাটা মালিক জাকির সোনারের বক্তব্য জানতে চাইলে তিনি ব্যস্ত আছি বলে তার মোবাইল ফোনের সংযোগ কেটে দেন।

ভুক্তভোগীদের দায়েরকৃত অভিযোগপত্রে জানাযায়, ২০০৪ সালের ৭ নভেম্বর কৃষক সলেমান মন্ডল সোয়া ১০ বিঘা জমি ১ লাখ ৫ হাজার টাকায় দশ বছরের চুক্তিতে ইজারা দিয়েছিলেন । ২০১৪ সালের নভেম্বর মাসে চুক্তির মেয়াদ শেষ হওয়ার ৬ মাস পূর্বে জমিটি আর ইটভাটার কাজে ভাড়া দিবেন না বলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ভাটা মালিকদের মৌখিকভাবে জানানো হয়।।

কিন্তু শুক্রবার ভাটা মালিক প্রায় ৬০/৭০ জনের লোকবল ও দেশীয় অস্ত্র নিয়ে ওই জমি অবৈধভাবে জবর দখল করে ইটভাটার কাজে প্রস্তুতি নেন।

জমির মালিক সলেমান মন্ডলের জামাতা মোতাহার হোসেন জানান,- তার শশুর জীবিত থাকার সময় জমিটি ইজারা দিয়েছিলেন। এক বছর আগে তিনি মারা যান। এখন অংশিদার বেশি হওয়ায় তারা জমিটি আর ইজারা দিতে চান না। তারপরও প্রভাব খাটিয়ে ভাটা মালিকরা ওই জমি অবৈধভাবে দখলে নেয়ার চেষ্টা করছেন।

(এমঅার/এসসি/নভেম্বর০৯,২০২৪)