উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : মোঃ খালেদ বিন চৌধুরী মালয়েশিয়াস্থ ইসলামিক সায়েন্স ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার (ইউসিম) ২১তম সিনেটের অনুমোদনের মাধ্যমে ফ্যাকাল্টি অব মেজর ল্যাংগুয়েজেস থেকে “এক্সপ্লোরিং দ্যা ইমপ্লিমেন্টেশন অব এ ব্লেন্ডেড লার্নিং এপ্রোচ ইন টিচিং এন ইংলিশ রাইটিং কোর্স এট এ বাংলাদেশী ইউনিভার্সিটি”  শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রী  অর্জন করেছেন। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি)-এর ইংলিশ ল্যাংগুয়েজ এন্ড লিটারেচার বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। 

তাঁর গবেষণার সুপারভাইজার ছিলেন ইউসিম বিশ্ববিদ্যালয়ের ইংলিশ স্টাডিজ বিভাগের শিক্ষক ড. ফারিজা বিনতে পুতেহ বেহাক, ড. হাবিবা বিনতে ইসমাইল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চ.বি) ইংরেজী বিভাগের অধ্যাপক ড. জাহাংগীর বিন সরোয়ার। মোঃ খালেদ বিন চৌধুরী চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার পূর্ব মেখল গ্রাম নিবাসী মুফতি ফয়জুল্লাহ (রাঃ) বাড়ীর মোঃ ইদ্রিস চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র ও মরহুম নজব আলী মাস্টারের পৌত্র এবং বান্দবানের সাবেক জেলা প্রশাসক ও বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব ইয়াছমিন পারভীন তিবরীজির স্বামী। খালেদ সকলের দোয়া প্রার্থী।

(পিআর/এসপি/ডিসেম্বর ২১, ২০২৩)